Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

          শরীয়তপুর জেলার প্রাণ কেন্দ্রে পালং ধানায় অবস্থিত।বৃট্রিশ আমলে শ্রী উমেশ পাঠকের দেয়া যায়গার উপর সাব পোস্টঅফিস হিসাবে একটি কাঠের ঘরে আজকের শরীয়তপুর প্রধান ডাকঘরের যাত্রা শুরু।স্বাধীনতা যুদ্ধের সময় ডাকঘরটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।১৯৮৪ সালে পাকা ইমারত নির্মাণ করা হয়। যা আজো বিদ্যামান। সরকারের আধুনিকায়নের ছোয়া বাংলদেশ ডাকবিভাগেও লেগেছে,যার সুবিধা অত্র  অঞ্চলের তৃনমূল পর্যন্ত প্রাসারিত। বর্নাট্য অতিতের অধিকারী ডাকবিভাগের অত্র শরিয়তপুর প্রধান ডাকঘরটি তার অতিতের মত এখন সুচারুরূপে দায়িত্ব পালন করে যাচ্ছে।